logo
আপডেট : ২০ জুলাই, ২০২০ ১৭:২৩
নাটোরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

নাটোরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার


নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজার থেকে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল। পরে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার বেলা ২টার দিকে গোপালপুর বাজারের রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লালপুর উপজেলার গৌরিপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে নয়ন আলী (২৬) এবং বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে সিয়াম ইসলাম ওরফে সজল (২২)।
র‌্যাব সিপিসি-২, নাটোর ক্যাম্পের কমান্ডার রাজিবুল আহসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যব সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোপালপুরের রেলগেট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন ও সজলকে আটক করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com