logo
আপডেট : ২০ জুলাই, ২০২০ ২৩:৫০
ভারতের এলাকা নিজেদের দাবি করে সীমানা পিলার গুঁড়িয়ে দিল নেপাল

ভারতের এলাকা নিজেদের দাবি করে সীমানা পিলার গুঁড়িয়ে দিল নেপাল

অনলাইন ডেস্ক
নেপাল-ভারত সীমান্ত উত্তেজনা বেড়েই চলছে। ভারতের দখলকৃত কয়েকটি অঞ্চল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্তি করানোর পর থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এবার নেপালের জনগণই নতুন এলাকা নিজেদের দাবি করে ভারতের সীমানা পিলার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে খবর এসেছে।
এর আগে বিহারে নেপাল সীমান্তের কাছের একটি গ্রামে চাষের ক্ষেতে কর্মরত দুই ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করে নেপালের সেনা। আজ সোমবার নেপাল সীমান্তে সীতা-গুহা সীমানা পিলার গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় জনগণ।
জানা গেছে ভারত নেপাল সীমান্তে অবস্থিত সীতা গুহার সামনেই একটি পিলার ছিল। সূত্রের দাবি, সীতা গুহার কাছে যে এলাকা রয়েছে, তা নেপালের বলে দাবি করতে শুরু করেন কয়েকজন নেপালি নাগরিক। এরপর সেই পিলার তারা কয়েকজন মিলে হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।
সূত্র : ওয়ান ইন্ডিয়া।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com