logo
আপডেট : ২১ জুলাই, ২০২০ ১৮:০৬
ভালুকায় দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
নিজস্ব প্রতিবেদক

ভালুকায় দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০


ভালুকায় দুই বাসের সংঘর্ষে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায়। এ ঘটনায় আরও আহত হয়েছে অন্তত ১০ জন বাসযাত্রী । 
পুলিশ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী রাজিব পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে পেছন দিক থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইসলাম পরিবহনের হেলপার মো. শরিফ খান (৩৫) ঘটনাস্থলেই মারা যান। নিহত শরিফ মুক্তাগাছা উপজেলার বাপ্তি মোড় এলাকার মৃত ইদ্রিস আলী খানের ছেলে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com