logo
আপডেট : ২২ জুলাই, ২০২০ ১০:২১
চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল ব্রাজিলে
অনলাইন ডেস্ক

চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল ব্রাজিলে


ব্রাজিলে চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে। দেশটির সাও পাওলো ও চারটি রাজ্যের পাশাপাশি ফেডারেল জেলা ব্রাসিলিয়ার ১২টি গবেষণা কেন্দ্রে এই ট্রায়াল চলবে। চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি ভ্যাকসিনটি ব্রাজিলের ৯ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে।
স্বেচ্ছাসেবীদের মধ্যে  ৯শ চিকিৎসক বাকি সবাই স্বাস্থ্যকর্মী। সিনোভ্যাক ব্রাজিলের জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্রে বুতানতান ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে কাজ করছে। ভ্যাকসিনটি কার্যকর প্রমাণিত হলে চুক্তি অনুযায়ী ১২০ মিলিয়ন ডোজ তৈরি করা হবে। বিশ্বে প্রায় ২৩টি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে, যার মধ্যে তিনটি তৃতীয় ধাপে পৌঁছেছে। তবে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য এখনও কোন ভ্যাকসিন অনুমোদন পায়নি।   


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com