logo
আপডেট : ২২ জুলাই, ২০২০ ১৭:৩১
আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য কারাগারে
নিজস্ব প্রতিবেদক

আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য কারাগারে


বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ আটক আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ডাকাতি মামলা দায়ের করেছে।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ডাকাতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জের কর্ণকাঠী ইউনিয়নের বারেক হাওলাদারের ছেলে ৩ ডাকাতি মামলার আসামি ফিরোজ হাওলাদার, মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের শাজাহান মাতুব্বরের ছেলে ডাকাতিসহ ১৪ মামলার আসামি লিটন মাতুব্বর ও বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন হরিপাশা এলাকার শাজাহান মোল্লার ছেলে ডাকাতিসহ ৭ মামলার আসামি লিটন মোল্লা।
কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নগরীর বিএম কলেজ রোডস্থ সোবহান মিয়ার পুল এলাকাসহ আরো কয়েকটি এলাকা থেকে ওই তিন সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে রাম দা, বগি দা ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নতুন করে নগরীতে ডাকাতি কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিল তারা।
ওসি আরো জানান, এ ঘটনায় এসআই রুমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেন। আটকৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com