logo
আপডেট : ২৩ জুলাই, ২০২০ ১৯:৪৫
বাগেরহাটে ১৩ হাজার পরিবারে ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে ১৩ হাজার পরিবারে ঈদ উপহার বিতরণ


পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাগেরহাট-২ আসনের এমপি বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে  সদর উপজেলায় ১৩ হাজার ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ঘাছের চারা ও মাস্ক বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সংসদ এমপি শেখ তন্ময়ের পক্ষে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নের করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১৩ হাজার ৬শ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ডাল, তেল, আলু, পিয়াজসহ প্রত্যেককে গাছের চারা, মাস্ক দেয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুালশ সুপার পংকজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেররুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া খানম প্রমুখ ।  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com