logo
আপডেট : ২৩ জুলাই, ২০২০ ২১:৪২
করোনা জয় করে বাসায় ফিরলেন হায়দার আকবর
অনলাইন ডেস্ক

করোনা জয় করে বাসায় ফিরলেন হায়দার আকবর



করোনাভাইরাস সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, মার্কসবাদী তাত্ত্বিক ও সিপিবি নেতা কমরেড হায়দার আকবর খান রনো। তিনি করোনা আক্রান্ত হয়ে ২৯ জুন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহম্পতিবার চিকিৎসকরা তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিলে তিনি ধানমন্ডির বাসায় ফেরেন।
রাতে সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও প্রচার বিভাগ প্রধান আবদুল্লাহ ক্বাফী রতন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রনো ভাই করোনা আক্রান্ত হয়ে গত ২৯ জুন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি ১ থেকে ১৩ জুলাই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি বেশ সুস্থ। রনো ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসায় আমরা খুবই আনন্দিত। এ ছাড়া হায়দার আকবর খান রনো তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষক, হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স এবং চিকিৎসাসেবায় নিয়োজিত সব কর্মীদের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রতন বলেন, তার অসুস্থতার সময়ে দেশে এবং দেশের বাইরে যে সহযোদ্ধা, বন্ধু এবং শুভানুধ্যায়ীগণ উদ্বেগ-উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করেছেন তিনি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com