logo
আপডেট : ২৪ জুলাই, ২০২০ ১৮:১১
শাজাহান সিরাজের মাথায় ইশতেহারের মুকুট চিরকাল উজ্জ্বল থাকবে : রব
অনলাইন ডেস্ক

শাজাহান সিরাজের মাথায় ইশতেহারের মুকুট চিরকাল উজ্জ্বল থাকবে : রব


জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আজ স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাজাহান সিরাজের স্মরণে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। 

সভায় বক্তব্য রাখেন কমরেড খালেকুজ্জামান, ডা. মাহফুজুর রহমান, ছানোয়ার হোসেন তালুকদার, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, প্রফেসর শাহ আলম ও ছমির উদ্দিন প্রমুখ।
সভায় আ স ম আবদুর রব বলেন, শাজাহান সিরাজের মাথায় ইশতেহারের যে মুকুট উঠেছে তা থেকে কেউ কোনদিন তাকে বিচ্ছিন্ন করতে পারবে না। শাজাহান সিরাজ নাই কিন্তু তার মাথায় ইশতেহারের মুকুট চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।
তিনি বলেন, ‘স্বাধীন বাংলার পতাকা উত্তোলন, ইশতেহার পাঠ, জাতীয় সংগীত, জয়বাংলা শ্লোগানকে জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা সবকিছু হয়েছে স্বাধীন বাংলা নিউক্লিয়াস তথা সিরাজুল আলম খানের পরিকল্পনায় ও নির্দেশে। সেই সিরাজুল আলম খানকে ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করার অপচেষ্টাও করা হয়। ইতিহাসকে মুছে ফেলা যায় না।’
কমরেড খালেকুজ্জামান বলেন, ‘শোষণহীন সমাজ কৃষক রাজ শ্রমিকরাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষণা করা হয়েছিল স্বাধীনতার ইশতেহারে। আজ রাষ্ট্রকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে। সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে অতিমূল্যায়িত বা অবমূল্যায়িত করছে। প্রকৃত ইতিহাস ও সত্য দেশবাসী জানতে পারছে না।’
ডা. মাহফুজুর রহমান বলেন, ‘১৯৭১ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধে শাজাহান সিরাজের অবদান অনস্বীকার্য। ছানোয়ার হোসেন তালুকদার বলেন, ‘শাজাহান সিরাজসহ অন্যদের অবদানকে অস্বীকার করলে বাংলাদেশে কোন অস্তিত্ব থাকে না।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com