আপডেট : ২৬ জুলাই, ২০২০ ১৯:০০
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা আর নেই
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ আওয়ামী লীগ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী (৮৭) আর নেই।
আজ রবিবার বাদ আসর তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি সহধর্মিণী, ৩ ছেলে ১ মেয়ে নাতি নাতনী ও আত্মীয়-স্বজনসহ গুণাগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ এশা গুলশান সোসাইটি মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১০টায় গুথুমা চৌধুরী বাড়ির মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।