logo
আপডেট : ২৬ জুলাই, ২০২০ ১৯:০৬
নারী নির্যাতনের অভিযোগে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতনের অভিযোগে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা


নৈতিক স্খলনের দায়ে ও নারী নির্যাতনের মামলা হওয়ায় ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি এস এম শুভকে সাময়িক অব্যাহতি দিয়েছে ক্ষেতমজুর সমিতি। সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য শুভর বিরুদ্ধে তার স্ত্রী আদালতে নারী নির্যাতনের মামলা করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই কারণে সংগঠনটির নির্বাহী কমিটির আরেক সদস্য আরিফুল ইসলাম নাদিমকেও অব্যাহতি দিয়েছে ক্ষেতমজুর সমিতি। 
আজ দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নির্বাহী কমিটির সভায় দুই নেতার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসনে রেজা। আজ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com