logo
আপডেট : ২৬ জুলাই, ২০২০ ১৯:২৭
এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে : প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রবিবার বিকালে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সমন্বয় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন।
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। সে হিসাবেই সব প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থেকে কাজ করতে হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com