logo
আপডেট : ২৮ জুলাই, ২০২০ ১৯:০৫
জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও, সমূলে উৎপাটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও, সমূলে উৎপাটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও, এখনও সমূলে উৎপাটিত হয়নি। তবে, এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। স্পর্শকাতর সব জায়গাতেই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, 'বাংলাদেশকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বা অকার্যকর দেশে পরিণত করার পায়তারা ছিলো। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করেছে।' এমনকি, জঙ্গিদের অপচেষ্টা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com