logo
আপডেট : ২৮ জুলাই, ২০২০ ১৯:১১
গণপূর্তের প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক

গণপূর্তের প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা হচ্ছে


প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আলোচিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে সংশ্লিষ্টতা অনুসন্ধানের ধারাবাহিকতায় এ মামলার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলা অনুমোদন দেওয়া হয়।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলাটি দায়ের করবেন। জানা গেছে, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com