logo
আপডেট : ২৯ জুলাই, ২০২০ ১৭:৫৯
জর্ডানে পার্লামেন্ট নির্বাচনের নির্দেশ বাদশা আবদুল্লাহর
নিজস্ব প্রতিবেদক

জর্ডানে পার্লামেন্ট নির্বাচনের নির্দেশ বাদশা আবদুল্লাহর


জর্ডানে পার্লামেন্ট নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেন বাদশা আবদুল্লাহ। রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
আগামী ১০ দিনের মধ্যে স্বাধীন নির্বাচন কমিশন ভোটের তারিখ নির্ধারণ করবে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে। জর্ডানের নির্বাচনী আইন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকে প্রান্তিক করে তোলে। সংবিধান অনুসারে সিংহভাগ ক্ষমতা থাকে বাদশাহর হাতে। তিনি সরকার নিয়োগ এবং সংসদ অনুমোদন করেন।
করোনার প্রভাবে সংকুচিত অর্থনীতি এবং ইসরায়েল দ্বারা অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনার মধ্যদিয়েই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কর্মকর্তারা আশঙ্কা করছেন জঙ্গিবাদ কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা সমাহিত করবে এবং অবশেষে জর্ডানের ব্যয়ে কয়েক দশকের পুরনো সংঘাতের সমাধান করা হবে। কারণ জর্ডানে বহু মানুষ ফিলিস্তিনি শরণার্থীর বংশধর। তাদের পরিবার ১৯৪৮ সালে ইসরায়েল সৃষ্টির সেদেশে পাড়ি জমায়।
জর্ডানের প্রধান রাজনৈতিক বিরোধী দল মুসলিম ব্রাদার হুডের। কিন্তু এদের কার্যক্রম আইনিভাবে প্রতিবন্ধকতার শিকার হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com