logo
আপডেট : ৫ আগস্ট, ২০২০ ১৮:১০
জরুরি ভিত্তিতে লেবাননে খাদ্য ও ওষুধ পাঠাচ্ছে ইরান
নিজস্ব প্রতিবেদক

জরুরি ভিত্তিতে লেবাননে খাদ্য ও ওষুধ পাঠাচ্ছে ইরান


ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কারিম হেম্মাতি বলেছেন, প্রথম পর্যায়ে দুই হাজার প্যাকেট খাবারের পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। খাবারের প্যাকেটগুলোর ওজন হচ্ছে নয় টন।
তিনি আরও জানিয়েছেন, ইরান বৈরুতে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল প্রতিষ্ঠা করবে এবং ২২ সদস্যের একটি চিকিৎসক দল পাঠাবে। আজ বিকালেই ২২ সদস্যের চিকিৎসক দল বিমানযোগে বৈরুত পৌঁছাবে। চিকিৎসক দলে বিশেষজ্ঞদের রাখা হয়েছে। তারা অপারেশনেও সহযোগিতা করতে পারবেন।
এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কারিম হেম্মাতি লেবাননের রেড ক্রসের প্রধান জর্জ কাতানেহ’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। লেবাননের ওই কর্মকর্তা জানিয়েছেন, তারা ইরানের মানবিক সহযোগিতাকে স্বাগত জানাবে। এই মুহূর্তে তাদের এ ধরণের সহযোগিতার খুব প্রয়োজন।
গতরাতে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বড় ধরণের বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত ও চার হাজারের বেশি আহত হয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com