logo
আপডেট : ৫ আগস্ট, ২০২০ ১৮:১৮
লেবাননে বিধ্বংসী বিস্ফোরণের ঘটনায় লাভবান হবে ইসরায়েল
অনলাইন ডেস্ক

লেবাননে বিধ্বংসী বিস্ফোরণের ঘটনায় লাভবান হবে ইসরায়েল


লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরণের কারণে ইহুদিবাদী ইসরায়েল অর্থনৈতিকভাবে লাভবান হবে। এ মন্তব্য করেছেন লেবাননের অর্থনীতিবিদ জিয়াদ নাসর উদ্দিন। তিনি বলেছেন, লেবাননের বৈরুত বন্দর সব সময় ইসরায়েলের হাইফা বন্দরের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয়ে এসেছে। বৈরুত বন্দরের বিশাল ক্ষতি ইসরায়েলের হাইফা বন্দরের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করবে। 
জিয়াদ নাসর উদ্দিন আরও বলেছেন, লেবানন প্রতিষ্ঠার পর এত বড় বিপর্যয় আর ঘটেনি। এর ফলে লেবানন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। বৈরুত বন্দর সব সময় দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভৌগোলিক গুরুত্বের কারণে সিল্ক রুট প্রজেক্টেও এই বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিশেষজ্ঞ বলেন, কারো কারো মতে জাপানের হিরোশিমায় মার্কিন পরমাণু বোমা হামলার ফলে সৃষ্ট বিস্ফোরণের পর এই প্রথম এত বড় বিস্ফোরণ ঘটল। এর ফলে একশ’ কোটি ডলারের বেশি ক্ষতি হয়ে থাকতে পারে বলে তার ধারণা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com