logo
আপডেট : ৯ আগস্ট, ২০২০ ২০:০৩
চসিকের সড়ক সংস্কার শুরু
নিজস্ব প্রতিবেদক

চসিকের সড়ক সংস্কার শুরু


চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বর্ষায় নগরের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার শুরু করেছে। রবিবার সকাল থেকে নগরীর সড়কগুলোর বিভিন্ন অংশে খানাখন্দ সংস্কার কাজ শুরু করা হয়। নগরের গুরুত্বপূর্ণ নয়টি সড়কে মেরামতর কাজ চলে। চসিকের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন নগরবাসীর দুর্ভোগ নিরসনে প্রকৌশল বিভাগকে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ দেন বলে জানা যায়। 
সংস্কার করা সড়কগুলো হলো জাকির হোসেন রোডের ওমেন কলেজ মোড়, দেওয়ানহাট ব্রিজ, নন্দনকানন বোস ব্রাদাস মোড়, সদরঘাট মেমন হাসপাতাল মোড় সডক, মুরাদপুর সিডিএ এভিনিউ, এফআইডিসি রোড, সল্টগোলা ক্রসিং, হালিশহর ও একে খান মোড়।  
চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, ‘মাননীয় প্রশাসকের নির্দেশে নগরের ক্ষতবিক্ষত সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। প্রথম দিনে নয়টি সড়কের সংস্কার কাজ চলে। নগরবাসীর দুর্ভোগ লাঘবে সড়কগুলোর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হবে।’  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com