logo
আপডেট : ১০ আগস্ট, ২০২০ ১৭:৪২
সাড়ে ৪ মাস পর বরিশালে প্রকাশ্য আদালতে রায়
নিজস্ব প্রতিবেদক

সাড়ে ৪ মাস পর বরিশালে প্রকাশ্য আদালতে রায়


করোনা সংকটের কারণে প্রায় সাড়ে ৪ মাস পর বরিশালে প্রকাশ্য আদালতে প্রথম রায় হয়েছে। গত রবিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম একটি মাদক মামলার রায়ে পৃথক দুটি ধারায় মো. রাসেল হাওলাদার (২৬) নামে এক ব্যক্তিকে ৮ বছর কারাদণ্ডের আদেশ দেন। 
দণ্ডিত রাসেল নগরীর পলাশপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা। 
ওই আদালতের পেশকার হেদায়েত উল্লাহ নবী জানান, ২০১৮ সালের ১৩ নভেম্বর নগরীর পলাশপুর বউবাজার থেকে ১০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাসেল হাওলাদারকে ৮ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারদণ্ড দেয়া হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com