logo
আপডেট : ১২ আগস্ট, ২০২০ ১৭:১৫
নিজেকে সৎ দাবি স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজির
নিজস্ব প্রতিবেদক

নিজেকে সৎ দাবি স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজির


নিজেকে সৎ দাবি করেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতির বিষয়ে তদন্তে সবধরনের সহযোগিতা করা হবে। অপরাধীদের শাস্তিও কামনা করেছেন তিনি। 
আজ বুধবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) টানা ছয় ঘণ্টা অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
চাকরির নির্ধারিত মেয়াদ শেষে দুই বছরের চুক্তিতে ছিলেন ডা. আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে চিকিৎসা কার্যক্রমসহ নানা বিষয় নিয়ে সমালোচিত হন স্বাস্থ্য অধিদফতরের সাবেক এই মহাপরিচালক। এন-৯৫ মাস্কের মোড়কে বিভিন্ন হাসপাতালে সাধারণ মাস্ক সরবরাহ কেলেঙ্কারির ঘটনায় সমালোচিত হন তিনি। সর্বশেষ রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারিতে সমালোচনায় পড়েন ডা. আবুল কালাম। পরে তিনি নিজের পদ থেকে সরে যান। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com