logo
আপডেট : ১২ আগস্ট, ২০২০ ১৭:১৯
৩৬টি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল চীন
অনলাইন ডেস্ক

৩৬টি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল চীন


করোনাভাইরাসের কারণে চীন অন্যান্য দেশের নাগরিকদের সেদেশে যাওয়ার ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিল, তা শিথিল করেছে। ইউরোপের ৩৬টি দেশের নাগরিকরা এখন চীনে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।
গত মার্চে চীন বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এমনকি যাদের বৈধ রেসিডেন্ট বা বিজনেস ভিসা আছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে থেকেই চীন আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে দিয়েছিল। এখন কিছু ফ্লাইট আবার চালু করতে দেয়া হচ্ছে। চীন মোটামুটি সাফল্যের সঙ্গেই করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে এখনো কিছু কিছু জায়গায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ছে। সূত্র : বিবিসি বাংলা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com