logo
আপডেট : ১৭ আগস্ট, ২০২০ ১৮:৪১
সারাদেশে ২৭৭ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে ২৭৭ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু


করোনাভাইরাসের মহামারি ও বন্যা পরিস্থিতিতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে ২৭৭টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। ২৭ আগস্ট পর্যন্ত  এ কার্যক্রম চলবে। 
সোমবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে টিসিবি।
আদেশে বলা হয়েছে, 'শুক্র ও শনিবার ছাড়া টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫০ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি নিতে পারবেন। মসুর ডাল ৫০ টাকা কেজিতে একজন ক্রেতা সার্বোচ্চ এক কেজি ও সয়াবিন তেল ৮০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ লিটার কিনতে পারবেন।
সূত্র জানায়, দেশব্যাপী এ বিক্রি কার্যক্রম ২৭৭ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে করে চলছে। এর মধ্যে ঢাকায় ৪০টি, চট্টগ্রামে ১০, রংপুরে ৭, ময়মনসিংহে ৫, রাজশাহীতে ৫, খুলনায় ৭, বরিশালে ৫, সিলেটে ৫, বগুড়ায় ৫, কুমিল্লায় ৫, ঝিনাইদহে ৩ ও মাদারীপুরে ৩টি করে মোট ১০০টি ট্রাক থাকছে। অন্য জেলার প্রতিটিতে দুটি করে ১০৪টি এবং আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলার জন্য পর্যায়ক্রমে অতিরিক্ত পাঁচটি করে মোট ৬০টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। আর বন্যাকবলিত জেলা ময়মনসিংহে ৪টি, রংপুরে ৪, বগুড়ায় ৩, মাদারীপুরে অতিরিক্ত ২টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com