logo
আপডেট : ১৭ আগস্ট, ২০২০ ১৯:৩৭
সিরিয়ার সেনাদের ওপর মার্কিন হেলিকপ্টার থেকে হামলা, প্রাণ গেল একজনের
নিজস্ব প্রতিবেদক

সিরিয়ার সেনাদের ওপর মার্কিন হেলিকপ্টার থেকে হামলা, প্রাণ গেল একজনের


সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি সামরিক চেক পয়েন্টে মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার এক সেনা নিহত এবং দু'জন আহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হাসাকা প্রদেশের কামিশলি শহরের দক্ষিণ-পূর্বে তেল আল-যাখাব চেক পয়েন্টের ওপর মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়।
সিরিয়ার সরকারি সেনারা মার্কিন সামরিক বাহিনীর একটি টহল দলকে ওই চেকপয়েন্ট পার হতে না দিলে মার্কিন বাহিনী হেলিকপ্টার থেকে হামলা চালায়। হামলায় দুটি হেলিকপ্টার অংশ নেয় বলে জানিয়েছে সানা।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, মার্কিন সেনাদের হামলায় সিরিয়ার দুই সেনা নিহত হয়েছেন।
এর আগে বেশ কয়েকবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশের জনগণ কয়েকদফায় মার্কিন সেনাদেরকে তাদের এলাকায় ঢুকতে দেয়নি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com