logo
আপডেট : ৩১ জুলাই, ২০১৮ ১৬:০৬
আজ ভারত যাচ্ছেন সেনাপ্রধান আজিজ
নিজস্ব প্রতিবেদক

আজ ভারত যাচ্ছেন সেনাপ্রধান আজিজ

পাঁচ দিনের সফরে আজ ভারত যাচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

সফরে আজিজ আহমেদ ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আগ্রা, লখনৌ এবং দেওলালিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

দেওলালিতে তিনি তার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ আর্টিলারি পরিদর্শন করবেন। ১৯৯২-১৯৯৩ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানই জেনারেল আজিজ লং গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন।

সফরের আগে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা সেনাবাহিনী সদরদপ্তরে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com