logo
আপডেট : ২৯ আগস্ট, ২০২০ ১০:২৯
রূপপুরের জন্য পদ্মায় বিশেষ বন্দর
নিজস্ব প্রতিবেদক

রূপপুরের জন্য পদ্মায় বিশেষ বন্দর


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অদূরে পদ্মা নদীতে বন্দর পুরোপুরি চালু হয়েছে। পারমাণবিক   কেন্দ্রটি নির্মাণে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি এবং জ্বালানি তেল এই বন্দর দিয়ে নির্মাণ স্থানে  পৌঁছাবে।
প্রকল্প  নির্মাণের সহসভাপতি ও পরিচালক এসজি  লাস্তোচোকিন বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রাশিয়া থেকে মংলা বন্দরে পৌঁছাবে। সেখান থেকে জাহাজে করে নদীপথে  পদ্মায় অবস্থিত নৌ বন্দরে নেয়া হবে। চলতি বছরের বিভিন্ন সময়ে এই বন্দর দিয়ে প্রথম ইউনিটের  রিয়াক্টর কম্পার্টমেন্টের বিভিন্ন প্রয়োজনীয় অংশ যেমন  রিয়াক্টর চুল্লি পাত্র, স্টিম জেনারেটর  ইত্যাদি ভারী যন্ত্রপাতি ওঠানামা করার জন্য পোলার ক্রেন সরবরাহ করা হবে। পদ্মা নদীর এই বন্দর তৈরিতে সময় লেগেছে দেড় বছর। এর আয়তন ১৫০ বাই ৩৫০ মিটার।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com