logo
আপডেট : ৩১ আগস্ট, ২০২০ ২২:২৪
খিলক্ষেত থানা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট শোকদিবস উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া,বৃক্ষরোপন ও বিতরন আয়োজন
হাফিজুর রহমান

খিলক্ষেত থানা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট শোকদিবস উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া,বৃক্ষরোপন ও বিতরন আয়োজন

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের উদ্দেশ্যে ৩১ আগষ্ট সোমবার দুপুর ২টায় ডুমনী ৪৩ নং ওয়ার্ড, মস্তুল ৩শ ফুট সড়কের দক্ষিণ পাশে খিলক্ষেত থানা আওয়ামী লীগ আয়োজিত , মুজিব অনুসারীদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ও বৃক্ষরোপন ও বিতরন আয়োজন করা হয়। এ সময় জাতীয় শোকদিবসে আমন্ত্রীত অতিথিগণ বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও ১৫ আগষ্টের মর্মান্তিক ঘটনা নিয়ে স্বল্প পরিসরে আলোচনা সভা সম্পন্ন করেন। স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ সভাপতি, শেখ বজলুর রহমান। প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস,এম মান্নান কচি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি নাজিমুদ্দিন,সদস্য রফিকুল ইসলাম, মিজানুর রহমান চান, উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, প্রয়াত এ্যাডঃ সাহারা খাতুনের আপন ভাতিজা এ্যাডঃ আনিসুর রহমান, আওয়ামী সেচ্ছাসেক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মতি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খিলক্ষেত থানা আওয়ামী লীগ সভাপতি হাজ্বি কেরামত আলী দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম ভূঁইয়া।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন খিলক্ষেত থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী আসলাম উদ্দিন এম এ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আব্দুল গাফফার, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সায়েম দর্জি,অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল খায়ের , খিলক্ষেত থানা আওয়ামীলীগ সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকা, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ঢাকা উত্তর ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও ডুমনী ক্লাব লিঃ এর সাধারণ সম্পাদক রানা আহমেদ(রহমতুল্লা), ও আলী হোসেন মোল্লা, খিলক্ষেত থানা ছাত্র লীগের সাবেক সভাপতি সাদিকুর রহমান শিপু, ৪৩ নং যুুুবলীগ সভাপতি মাজহারুল হক বাচ্চু,খিলক্ষেত থানা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহার শিখাসহ খিলক্ষেত থানা ও ৪৩ নং ওয়ার্ড মহিলা নেত্রীগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ৯৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম , ঢাকা উত্তর সেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল হোসেন, খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন, খিলক্ষেত থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক কাজি শাওন, খিলক্ষেত থানা আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম রনি,৪৩ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ ঢাকা উত্তর ও খিলক্ষেত থানা এবং ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।তাদের মধ্যে অনেকে বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাঙালি ও বাংলার অবিচ্ছেদ্য অংশ। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও বাঙালি জাতির অস্তিত্ব ধুলিস্যাৎ করে দিতেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে স্বাধীনতা বিরোধী কুচক্রীমহল। বক্তারা আরো বলেন, আমরা শোক দিবস পালন করছি সেটা যেমন বড় কথা, তার চেয়ে বড় কথা হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা।’ অসাম্প্রদায়িক চেতনায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য বক্তারা সবার প্রতি আহ্বান জানান। এসময় তারা “১৯৭৫ সালের ১৫ আগষ্টের এই দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা আরো বলেন, জাতির পিতা একজন সৎ ও যোগ্য নেতা ছিলেন।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনি, যারা বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। তবেই ১৫ আগস্টের শহীদদের আত্মা শান্তি পাবে। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী,এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ,বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিক পুলিশ উপস্থিত ছিলেন। 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com