logo
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৬
দক্ষিণ কোরিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন 'মেসাক'
অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন 'মেসাক'


দক্ষিণ কোরিয়ার উপকূলীয় বুসান শহরে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মেসাক’। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে টাইফুনের আঘাত লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির উপকূলীয় বুসান শহরটি। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। 
টাইফুনের আঘাতে বুসান শহরের কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এদিকে, শক্তিশালী টাইফুন 'মেসাক' দক্ষিণ কোরিয়ার আঘাত হানার পর উত্তর কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। এর আগে, ঘণ্টায় ১৬২ কিলোমিটার গতিতে জাপানের পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। টাইফুনের কবলে পড়ে জাপানে একটি কার্গো জাহাজসহ ৪৫ নাবিক নিখোঁজ হয়েছে বলে জানা যায়। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com