logo
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২২
কিশোরীকে ১৫ দিন আটকে রেখে ধর্ষণ, নারীসহ গ্রেফতার দুই
নিজস্ব প্রতিবেদক

কিশোরীকে ১৫ দিন আটকে রেখে ধর্ষণ, নারীসহ গ্রেফতার দুই


সিলেটে এক কিশোরীকে অপহরণ করে ১৫ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে এক যুবক ও তার সহযোগী নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার সকালে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপহৃত কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।  
অভিযোগের বরাত দিয়ে সিলেট মহাগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় তালুকদার জানান, সিলেট সদর উপজেলার মইয়ারচর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সাদিকুর রহমান (২২) গত ১৬ আগস্ট একই এলাকার ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে। পরে তার সহযোগী এক নারীর বাসায় আটকে রেখে ১৫ দিন ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় অপহৃত কিশোরীর বাবা জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর কিশোরী জানায়, সাদিকুর রহমান তাকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে ১৫ দিন জোরপূর্বক ধর্ষণ করেছে। পরে পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে মইয়ারচর এলাকা থেকে সাদিকুর রহমান ও তার সহযোগী এক নারীকে (৪৩) গ্রেফতার করে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com