logo
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৮
তামিলনাডুতে কারখানায় বিস্ফোরণে ৯ নারী নিহত
নিজস্ব প্রতিবেদক

তামিলনাডুতে কারখানায় বিস্ফোরণে ৯ নারী নিহত


ভারতের তামিলনাডুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে নয় নারী নিহত হয়েছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও চারজন। এছাড়া বিস্ফোরণে কারখানার মালিকও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘটনা ঘটেছে।
কুদ্দালোরের পুলিশ সুপার অভিনব জানিয়েছেন, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। নিহতদের আটজন শ্রমিক ছিলেন। তবে তারা দেশীয় বোমা তৈরি করছিলেন কি-না এবং তারা কেবল অনুমোদিত বিস্ফোরক তৈরি করছিলেন কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশটির গণমাধ্যম জানায়, দিওয়ালি উৎসব উপলক্ষে ওই কারখানায় আতশবাজি উৎপাদনের কর্মযজ্ঞ চলছিল। এছাড়া এর সঙ্গে এসে যোগ হয়েছে দুর্গাপূজাও। বছরের এ সময়টাতে এখানের শ্রমিকদের একটু ভালো আয় হতো।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com