আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২০ ২০:১১
বিশ্বনাথে ইউএনওর নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার সরকারি বাসভবনে ৪ জন অস্ত্রধারী আনসার নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে তাদেরকে
নিয়োগ দেয়া হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল জানান, আপাতত ৪ জন আনসার আমার ও আমার বাসভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাদের সংখ্যা আরও বাড়তে পারে।
বিশ্বনাথ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সরকারি বাসভবনের নিরাপত্তার বিষয়ে আমাদের বিশেষ নজরদারি রয়েছে।