logo
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২০ ২০:২২
শব্দের চেয়েও ৬ গুণ জোরে আঘাত হানবে ভারতের হাইপারসনিক মিসাইল!
অনলাইন ডেস্ক

শব্দের চেয়েও ৬ গুণ জোরে আঘাত হানবে ভারতের হাইপারসনিক মিসাইল!


সফলভাবে হাইপারসোনিক টেকনোলজি ডেমোনস্ট্রেটার ভেহিক্যাল উৎক্ষেপণ করেছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কথায় ভারতের এই পদক্ষেপ মাইলফলক। কারণ এই যান উৎক্ষেপণরে মধ্যে দিয়ে ভারত জায়গা করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পাশে। হ্যাঁ দূরপাল্লার মিসাইল বহনকারী এই যান উৎক্ষপেণ নজির আর কোনও দেশের নেই।
সোমবার সকালে বালাসোরের এপিজে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে অগ্নি মিসাইল বুস্টারের সহযোগিতায় এই যানটিকে উৎক্ষপণ করা হয়। দেখা যায় অগ্নি থেকে বিচ্ছন্ন হয়ে সফল ভাবেই স্ক্র্যামজেট ইঞ্জিন চালু করা সম্ভব হচ্ছে।
রাজনাথ সিং ঘটনার বিবৃতি দিয়ে বলেন, আমি ডিআরডিও-এর গোটা টিমকে এই যুগান্তকারী পরিকল্পনার জন্য অভিনন্দন জানাই। ভারতের প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার স্বপ্নের দিকে আরও অগ্রসর হতে পারলাম এই সাফল্যের মধ্যে দিয়েই। এই অভাবনীয় কাজের সঙ্গে জড়িত সমস্ত বিজ্ঞানীদের আমি অভিনন্দন জানিয়েছি। ভারত তাদের নিয়ে গর্বিত।
ভারতীয় কূটনীতিবিদরা বলছেন, বেইজিংয়ের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের দিনে এই নেক্সট জেন অস্ত্রের দিকে আরও এক পা এগিয়ে যাওয়া ভারতের শক্তি সম্পর্কে বিশেষ বার্তা দেবে। ড্রাগনের চোখরাঙানি রুখতে তাই উঠে পড়ে লেগেছে ভারত।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com