logo
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৪
বোকো হারামের হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত
অনলাইন ডেস্ক

বোকো হারামের হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত


নাইজেরিয়ার সংঘাতপূর্ণ উত্তরপূর্বাঞ্চরীয় তিনটি গ্রামে বোকো হারাম জিহাদিদের হামলায় নিহত হয়েছেন ১০ বেসামরিক নাগরিক।
সোমবার স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। রবিবার সন্ত্রাসীরা এ সব হামলা চালায়।
সরকার সমর্থিত জিহাদি বিরোধী মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো বলেন, আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে কুরমারি গ্রামে আক্রমণ চালায়। এতে ওই গ্রামের চার বাসিন্দা নিহত হন। এ সময় তারা ঘুমাচ্ছিলেন।
সূত্র জানায়, একই দিন মাইদুগুরির উপকণ্ঠে আরেকটি গ্রামে জিহাদিরা তিনজনকে পুড়িয়ে মারে এবং চতুর্থজনকে কুপিয়ে হত্যা করে। এছাড়া জিহাদিরা নগরীর কাছে মাঠে কাজ করা দুই কৃষককে হত্যা করে এবং আরো অনেককে অপহরণ করে।
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ২০০৯ সালে শুরু হওয়া জিহাদি সংঘাতে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ লোক গৃহহীন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com