logo
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৫২
মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহ্বান জামায়াতের
নিজস্ব প্রতিবেদক

মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহ্বান জামায়াতের

দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বিচার বহির্ভূত হত্যা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 
আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, দেশে আজ গণতন্ত্র বলতে কিছু নেই। বিরোধী দলের কথা বলার কোনো সুযোগ নেই। বিচার ব্যবস্থা ও আইনের শাসনকে ভুলুন্ঠিত করা হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, প্রতি মাসে বিপুল সংখ্যক মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। দেশে আইন আছে, আদালত আছে। কেউ অপরাধ করলে তার বিচার হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com