logo
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২০ ২১:১১
সীমান্তে উত্তেজনার মধ্যেই বিশাল যুদ্ধ মহড়া বেইজিংয়ের
অনলাইন ডেস্ক

সীমান্তে উত্তেজনার মধ্যেই বিশাল যুদ্ধ মহড়া বেইজিংয়ের


লাদাখ সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। কার্যত যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত এবং চীনের সেনাবাহিনী। ইতিমধ্যে ভারত এবং চীনের মধ্যে বাড়তে চলা উত্তেজনা মধ্যস্থতা করতে রাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে যখন ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ তখন যুদ্ধ মহড়া শুরু করে দিল বেইজিং।
নতুন করে উত্তর-পূর্ব ও পূর্ব উপকূলে ব্যাপক নৌমহড়া শুরু করে দিয়েছে চীন নেভি। ভারতের পাশাপাশি আমেরিকার সঙ্গেও ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যুতে আমেরিকার সঙ্গে চড়ছে উত্তেজনার পারদ।
চীনের সঙ্গে ভারত এবং আমেরিকার সামরিক ও রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে তখন বিশাল এই যুদ্ধ মহড়া শুরু করে দিল বেইজিং। চীনের বিশাল এই মহড়াকে আমেরিকার জন্য শক্তি প্রদর্শন বলেই ব্যাপকভাবে মনে করা হচ্ছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com