logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৪৩
বরিশালে পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ৫ জন আটক
নিজস্ব প্রতিবেদক

বরিশালে পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ৫ জন আটক


বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ৫জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। 
গত বুধবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মো. রবিউল ইসলামের নেতৃত্বে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের পোর্ট রোডের জনতা ব্যাংক ভবনের সামনে থেকে এবং ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী ডোস্ট ফিলিং স্টেশনের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। 
এরা হলো মো. মনির হোসেন মৃধা (২৫), মো. রিয়াজুল ইসলাম রাজিব (২২), মো. জাহাঙ্গীর মৃধা (২৮), সুমন হাওলাদার এবং শাহাবুদ্দিন মৃধা ওরফে সাজু (৩০)।
এ ঘটনায় ওই রাতেই আটক ৫ জনের বিরুদ্ধে কোতায়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com