logo
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২৭
কঙ্গোয় খনি ধসে ৫০ জন নিহত
অনলাইন ডেস্ক

কঙ্গোয় খনি ধসে ৫০ জন নিহত


ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে পড়ে প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার একথা জানায়। প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কিভু প্রদেশের কামিটুগা শহরে শুক্রবার অস্থায়ী খনিটিতে এই দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক গভর্নর থিও এনগবাবিজে কাসি বলেছেন, ‘৫০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাদের বেশীরভাগই তরুণ।’ কামিতুগা মেয়র আলেকজান্দ্র বুন্দিয়া বলেছেন, “আমরা এখনো হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই।”
উল্লেখ্য, কঙ্গোতে হাজার হাজার অবৈধ খনি রয়েছে। অনুমতি ছাড়াই এসব খনি পরিচালনা করে দেশটি থেকে দুনিয়ার অর্ধেক কোবাল্ট সংগ্রহ করা হয়। তীব্র প্রতিযোগিতার কারণে দেশটিতে খনি দুর্ঘটনা নিয়মিত। সূত্র : আল-জাজিরা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com