logo
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১৩
ছয় দিনব্যাপী বিজিবি-বিএসএফ বৈঠক স্থগিত
নিজস্ব প্রতিবেদক

ছয় দিনব্যাপী বিজিবি-বিএসএফ বৈঠক স্থগিত


ছয় দিনব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিত করা হয়েছে।  পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ১৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিজস্ব বিমানে ঢাকায় আসার কথা ছিল বিএসএফের প্রতিনিধি দলের। 
জানা যায়, ‘কারিগরি ত্রুটির’ কারণে বিএসএফ’র প্রতিনিধি দলটি ঢাকায় আসতে পারছে না জানানোর পর বৈঠক স্থগিত করা হয়। রবিবার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
বিজিবি সদর দফতর থেকে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা থেকে নয়া দিল্লি এবং কলকাতা থেকে ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। যে কারণে বিএসএফ প্রতিনিধি দল তাদের নিজস্ব এয়ার ক্র্যাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত জানিয়েছিল। কিন্তু কারগরি ত্রুটির কারণে তারা ঢাকায় আসতে পারছেন না। তাই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর ছয় দিনব্যাপী অনুষ্ঠেয় বৈঠক শুরু করা যাচ্ছে না। সম্মেলনের পরিবর্তিত সময়সূচি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com