logo
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৩
যুবলীগ নেতা আরমানের জামিন স্থগিত
নিজস্ব প্রতিবেদক

যুবলীগ নেতা আরমানের জামিন স্থগিত


ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা এনামুল হক আরমানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। 
মাদকের মামলায় ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানকে জামিন দেন হাইকোর্ট। তার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ স্থগিতাদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। ২০১৯ সালের ৫ অক্টোবর রাতে র‌্যাবের অভিযানে আটক হন আরমান। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com