logo
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ২১:২৭
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর সাক্ষাৎ


সৌদি আরবে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবাইরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবাইর রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান ও রাষ্ট্রদূতের সব কর্মকাণ্ডের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (প্রটোকল) রাষ্ট্রদূত আজজাম আল কাইন ও বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান এস এম আনিসুল হক।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com