logo
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২৭
মেঘনার ভাঙন রোধে ৩ হাজার ২শ’ কোটি টাকার প্রকল্প
নিজস্ব প্রতিবেদক

মেঘনার ভাঙন রোধে ৩ হাজার ২শ’ কোটি টাকার প্রকল্প


পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মেঘনা নদীর ভাঙন রোধে ৩ হাজার ২শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। আগামী বর্ষা আসার আগেই দুই উপজেলার ৩১ কিলোমিটার এলাকায় নদী ড্রেজিং ও তীর রক্ষা বাঁধের কাজ শুরু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার সকালে মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে কমলনগরের লুধুয়া বাজার এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। বহুকাল থেকে নদী ভাঙণ চলে আসছে, তড়িঘড়ি করে নদী ভাঙণ রোধ সম্ভব নয়। ধৈর্য ধারণ করতে হবে। 
তবে সরকার এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, নদী শাসনে সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। করোনা ভাইরাসের কারণে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা ধীরগতি হলেও শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।
পথসভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন মাষ্টারের সভাপতিত্বে আরো ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) আব্দুল মান্নান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী রামগতির সোনালী গ্রাম, বালুরচর ও চর আলগী এলাকার মেঘনা নদীর ভাঙণ কবলিত এলাকা পরিদর্শন করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com