logo
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪১
হাটহাজারীতে আল্লামা শফী’র মরদেহ
নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীতে আল্লামা শফী’র মরদেহ


হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী’র মরদেহ চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় নেওয়া হয়েছে। বাদ যোহর জানাজা শেষে মাদরাসার কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স মাদরাসায় পৌঁছায়।
এর আগে ভোর ৪টার দিকে আল্লামা শফীর মরদেহবাহী এম্বুলেন্স ঢাকা ছেড়ে যায়।
শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে আল্লামা শফী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।
এর আগে ওই দিন বিকালে আল্লামা শফীকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। এরপর তাকে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com