logo
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫০
অস্ট্রেলিয়ায় ৩৮০টি তিমির মৃত্যু
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় ৩৮০টি তিমির মৃত্যু


অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের উপকূলে প্রায় ৩৮০টি তিমির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। দেশটিতে এত বেশি সংখ্যক তিমির মৃত্যুর ঘটনা বিরল।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বুধবার পর্যন্ত তারা ৫০টি তিমি উদ্ধার করতে পেরেছেন। সৈকতে আরও ৩০টি তিমি এসে আটকে গেছে। তাদের উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
গত সোমবার তাসমানিয়া উপকূলে ঝাঁকে ঝাঁকে তিমির আটকে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে।
তাসমানিয়া অঙ্গরাজ্যের সরকারি কর্মকর্তা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত সৈকতে জীবন্ত প্রাণী থাকবে ততক্ষণ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই তিমিদের প্রাণ বাঁচানো কঠিন হয়ে পড়ছে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com