logo
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৮
প্রেসিডেন্ট শি জিনপিংকে কটাক্ষ, চীনা ধনকুবেরকে ১৮ বছরের কারাদণ্ড
অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট শি জিনপিংকে কটাক্ষ, চীনা ধনকুবেরকে ১৮ বছরের কারাদণ্ড


চীনের প্রেসিডেন্টকে 'ভাঁড়' বলে কটাক্ষ করেছিলেন দেশটির বিজনেশ টাইকুন রেন ঝিকিয়াং। কমিউনিস্ট পার্টি ঘনিষ্ঠ সেই ধনকুবেরকে ১৮ বছরের কারাদণ্ড দিল চীনের আদালত। অভিযোগ, বিপুল টাকা ঘুষ নিয়েছেন রেন। পাশপাশি জনসাধারণের টাকাও নয়ছয় করেছেন। খবর সিএনএন এর।
চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়া শুরু করতেই সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন রেন। মার্চে তিনি মন্তব্য করেন, প্রেসিডিন্ট শি জিনপিং করোনা সংক্রমণকে খুব হালকাভাবে নিচ্ছেন। এতবড় এক সংক্রমণকে নিয়ে ভাঁড়ামি করেছেন চীনা প্রেসিডেন্ট। ওই মন্তব্যের পরই মার্চ মাসে আচমকাই উধাও হয়ে যান রেন।
চীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রেনের বিরুদ্ধে ৭৪ লাখ ডলার ঘুষের অভিযোগ আনা হয়েছে। এর জন্য তাকে ৬,২০,০০০ ডলার জরিমানও করা হয়েছে। চীন সরকারের দাবি, তার অপরাধের কথা স্বীকার করেছেন রেন।
সরকারের করোনা মোকাবিলার সমালোচনা করে রেন মন্তব্য করেছিলেন, পার্টির নেতা ও সরকারি কর্মকর্তারা এখন নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত। দেশের সর্বোচ্চ নেতাও তাই করছেন। এখন দেশের রাজাকে ঝলমলে পোশাকে দেখতে পাচ্ছি না। বরং মনে হচ্ছে এক ভাঁড় যেন তার পোশাক খুলে ফেলেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com