logo
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৯:১৯
৯১ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুকের বাংলাদেশি এজেন্ট
নিজস্ব প্রতিবেদক

৯১ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুকের বাংলাদেশি এজেন্ট


জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৯১ লাখ ৩৯ হাজার টাকা মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) জমা দিয়েছে ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল।
আজ বুধবার ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর ফেসবুকের বাংলাদেশ এজেন্ট রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত তারিখের মধ্যে আগস্ট মাসের ভ্যাটের অর্থ পরিশোধ করে। এইচটিটিপুলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধের চালানসহ আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেন।
এতে আরও বলা হয়, আগস্টে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট এইচটিটিপুল ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে প্রতিষ্ঠানটি ওই পরিমাণ ভ্যাট সংগ্রহ করেছে।
এর আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় এইচটিটিপুলের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল  ভ্যাট গোয়েন্দা বিভাগ। এরপর ৭৭ লাখ ৬২ হাজার টাকা বকেয়া ভ্যাট এবং ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা প্রদান করে এইচটিটিপুল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com