logo
আপডেট : ১ আগস্ট, ২০১৮ ১৫:০০
নৌমন্ত্রীকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক

নৌমন্ত্রীকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

রাজধানীর বিভিন্ন সড়কে টানা তৃতীয় দিন ছাত্র বিক্ষোভ যান চলাচল অচলাবস্থার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে শুরু হয়েছে।

বেলা একটা ১০ মিনিটে এই বৈঠক শুরু হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছাড়াও পরিবহন মালিক ও শ্রমিকদের নেতা নৌমন্ত্রী শাহজাহান খান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা উপস্থিত আছেন।

আরও আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইজিপি জাবেদ পাটোয়ারি, এবং বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা।

গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সেদিনই বিক্ষোভে নেমে শতাধিক বাস ভাঙচুর করে নিহত দুই শিক্ষার্থীর রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্ররা। পরদিন বিক্ষোভে নামে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও।

এর মধ্যে বিমানবন্দর সড়ক ছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও অবস্থান নিয়ে যান চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। এই বিক্ষোভে দায়ী বাস চালকের শাস্তির পাশাপাশি পরিবহন খাতের নৈরাজ্যের বিষয়টিও উঠে এসেছে। ছাত্ররা এগুলো দূর করার দাবি জানাচ্ছে।

এরই মধ্যে লাইসেন্সহীন চালকদের বিরুদ্ধে বিআরটিএর অভিযান শুরু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন লাইসেন্সহীন চালককে। বাসের পাশাপাশি হিউম্যান হলারের বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে।

যে বাস দুটির পাল্লাপাল্লিতে এই দুর্ঘটনা ঘটেছে তার চালক ও সহকারীসহ পাঁচ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যদিও প্রধান অভিযুক্ত এখনও ধরা ছোঁয়ার বাইরে। আবার দুটি বাসের নিবন্ধনও বাতিল করা হয়েছে।

নৌ পরিবহন মন্ত্রণালয় সুত্রে জানা যায়, ছাত্রদের চলমান আন্দোলন বিষয়ে সরকার দুর্ঘটনায় পড়া বাসের নিবন্ধন বাতিলসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে। আরও কী ধরনের পদক্ষেপ নিলে সংকট নিরসন সম্ভব হবে তাই হচ্ছে এ বৈঠকের মূল আলোচ্যসূচি।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কমকর্তা মো. জাহাঙ্গীর আলম  বলেন, ‘বৈঠক শেষে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান গণমাধ্যমে কথা বলবেন।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com