মেক্সিকোয় উড্ডয়নের পরপরই প্রবল বাতাসের কারণে ভেঙে পড়ে। এরপরই বিমানে আগুন ধরে গেলেও বিমানে থাকা শতাধিক যাত্রী রক্ষা পেয়েছেন। তাদের মধ্যে ৮৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
উত্তর মেক্সিকোর দুরাঙ্গোয় এই দুর্ঘটনা ঘটে। দুরাঙ্গোর গভর্নর জোসে রোসাস মিলেনিও টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, টেক-অফের সঙ্গে সঙ্গেই বিমানটি অদ্ভুত গতিতে চলতে থাকে বলে জানিয়েছেন যাত্রীরা। তারা জানিয়েছেন, তার ঠিক পরেই দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুনের কুণ্ডলিও চোখে পড়ে।
দেশটির পরিবহনমন্ত্রী জেরারদো রুইজ এসপারজা জানিয়েছেন, ৯৭জন যাত্রী ও চার জন ক্রুকে নিয়ে বিমানটি দুরাঙ্গো থেকে মেক্সিকো সিটিতে যাচ্ছিল। স্থানীয় সময় বিকাল চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।