logo
আপডেট : ৬ অক্টোবর, ২০২০ ১০:২৭
৮ দিনেও অধরা কিশোরী ধর্ষণের মূল অভিযুক্ত ইমাম
নিজস্ব প্রতিবেদক

৮ দিনেও অধরা কিশোরী ধর্ষণের মূল অভিযুক্ত ইমাম


সিলেটের বিশ্বনাথে ১৬ বছরের কিশোরী ধর্ষণ মামলার মূল অভিযুক্ত ইমাম মাওলানা রুহুল আমিন শাহারকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। 
এদিকে আলোচিত এই ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে ৮ দিনেও তাকে গ্রেফতার না করায় স্থানীয়দের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। শাহার শাহার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইসলামপুর নতুন জামে মসজিদে ইমাম ছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবদুশ শহীদের বাড়ির কিশোরী গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই গ্রামেরই নতুন জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন শাহার বিরুদ্ধে। ঘটনার পরদিন অভিযুক্ত ইমামকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা করেন কিশোরীর বড়বোন। ঘটনার পরপরই গা ঢাকা দেন ইমাম রুহুল আমিন শাহার।  আলোচিত এ ধর্ষণের ঘটনার পরপরই পুলিশ ওই মসজিদের মুয়াজ্জিন মাহফুজ বিন আরিফ ও ইসলামপুর গ্রামের মাতুব্বর মখদ্দুছ আলীকে আটক করে। পরে দু’জনকে দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই মূল অভিযুক্ত ইমামকে ধরতে অভিযান চালায় পুলিশ। তাকেসহ অন্য আসামিদেরকে গ্রফিতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com