logo
আপডেট : ৯ এপ্রিল, ২০১৮ ০৯:২৮
পুলিশের নিয়ন্ত্রণে ঢাবি
নিজস্ব প্রতিবেদক

পুলিশের নিয়ন্ত্রণে ঢাবি

পুলিশের নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। আন্দোলনরত শিক্ষার্থীরা টিএসসি থেকে বের হয়ে নিজ নিজ রুমে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে। ভিসির ভাংচুরকৃত বাসভবন পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

এ ঘটনায় কমপক্ষে ১৭ শিক্ষার্থীকে আটক করে থানায় নেয়া হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছে ১৯২ শিক্ষার্থী। এদের মধ্যে আশিক ও শাকিল নামে ২ জনকে ঢামেকে ভর্তি রাখা হয়েছে। আশিকের বুকে গুলি লেগেছে।

হামলার বিষয়ে ঢাবি ভিসি বলেন, যারা এখানে হামলা করেছে তারা সন্ত্রাসী, শিক্ষার্থী হতে পারে না। হামলাকারীরা বহিরাগত। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

রোববার রাত পৌনে ৮টার দিকে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাটিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করা শুরু করে পুলিশ। এরপরই ফাঁকা হতে শুরু করে শাহবাগ। ছত্রভঙ্গ করে দেয়ায় শাহবাগ পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com