logo
আপডেট : ১১ অক্টোবর, ২০২০ ১৬:৫২
বিশ্বের কোনো স্বৈরশাসক চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি: ভিপি নূর
নিজস্ব প্রতিবেদক

বিশ্বের কোনো স্বৈরশাসক চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি: ভিপি নূর


ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, এ যে ধরনের সংস্কৃতি সেটা একদিন গড়ে ওঠেনি। যুবলীগের ক্যাসিনো কাণ্ড দেখেছেন। এ নেতারাই মদদ দেয়। আমরা এ সরকারকে বলবো যথেষ্ট হয়েছে। বিশ্বের কোনো স্বৈরশাসক চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি। আমরা চাই না মুক্তিযুদ্ধের দল, বঙ্গবন্ধুর দল স্বৈরশাসক হোক আর তাদের ক্ষমতা ছেড়ে বিদায় নিতে হয়।
রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় গেটের সামনে ধর্ষণের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্যরা। তবে বৃষ্টির কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করায় বক্তব্য রাখতে পারেননি জোনায়েদ সাকি।  
এসময় মাহমুদুর রহমান মান্না বলেন, নোয়াখালীর ঘটনা প্রকাশ পাওয়ার এক মাস আগের ঘটনা। এর আগে পুলিশ কিছুই জানতো না। এ এক মাস পুলিশ তাহলে কি করলো? তারা শুধু যাদের ভিন্নমত তাদের দমন করতে পারে। সবাইকে বলছি না, কিন্তু পুলিশের অনেকেই এমন।
বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে গণসংহতির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com