logo
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০ ১১:৩৫
রাজধানীতে বাস কেড়ে নিল বৃদ্ধের প্রাণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাস কেড়ে নিল বৃদ্ধের প্রাণ


রাজধানীর কুড়িল বিশ্বরোড বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
নিহতের নাম মহর আলী (৭০)। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দুরাল গ্রামে। ৩ ছেলে ও ৪ মেয়ের জনক তিনি।
জানা গেছে, বাসের ধাক্কায় গুরুতর আহত হলে মহর আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মহর আলী স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে ভাটারা এলাকায় থাকতেন। একটি বাসাবাড়িতে প্রহরীর কাজ করতেন তিনি। তার স্ত্রী আনোয়ারা বেগম বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।
স্ত্রী আনোয়ারা বেগম গণমাধ্যমকে জানান, সকালে তারা স্বামী-স্ত্রী দু’জন গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এরপর দুজনে কুড়িল বিশ্বরোড মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। আনোয়ারা বেগম আগে রাস্তা পার হয়ে গেলে তার পেছন পেছন রাস্তা পার হচ্ছিলেন মহর আলী।
এ সময় একটি দ্রুতগামী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীদের মাধ্যমে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com