logo
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০ ১৬:২৯
ঝোড়ো হাওয়ায় ভারতের বন্দরের তীরে বাংলাদেশি জাহাজ
নিজস্ব প্রতিবেদক

ঝোড়ো হাওয়ায় ভারতের বন্দরের তীরে বাংলাদেশি জাহাজ


বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে বাংলাদেশি একটি জাহাজ ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সমুদ্র বন্দর ট্রাস্টের সীমানার উত্তর প্রান্তের সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে। সোমবার রাতে ৮০ মিটার দৈর্ঘ্যের এমভিএমএএ নামের ওই জাহাজ আছড়ে পড়ে।
জানা যায়, দুর্ঘটনার শিকার ওই জাহাজটি দু’দিন আগে বিশাখাপত্তনম সমুদ্র বন্দরে পৌঁছায়। আর বন্দর ট্রাস্টে প্রবেশের জন্য শুল্ক ছাড় সম্পন্ন করতে নোঙ্গর করে রাখা হয়েছিল।
এর মধ্যে গতকাল রাতের ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে জাহাজের দুটি নোঙ্গরই সরে যায় এবং জাহাজটি তীরে উঠে আসে। বর্তমানে এটি বিশাখাপত্তনমের টেনেটি পার্কের নিকটের সমুদ্র সৈকতে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের কর্মকর্তাদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।
জাহাজে প্রায় ৫০ মেট্রিক টন জ্বালানি রয়েছে। এগুলো প্রথমে পাম্প করা হবে এবং তারপর উদ্ধার অভিযান শুরু হবে। সহায়তা প্রদানের জন্য নৌবাহিনীর একটি নৌযান ডুবুরী দলসহ ঘটনাস্থলে রয়েছে। জাহাজের ১৫ জন ক্রু ও সমস্ত বাংলাদেশি নাগরিক নিরাপদ রয়েছেন বলেও জানা যায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com